লন্ডন: লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে ভারতের লজ্জার হারের মধ্যেও উদ্বেগ অধিনায়ক বিরাট কোহলির কোমরের ব্যথা। সিরিজের দ্বিতীয় টেস্টে ওই ব্যথা নিয়েই ব্যাটিং করেছেন তিনি। এখন প্রশ্ন তৃতীয় টেস্টে অধিনায়ক খেলতে পারবেন কিনা। যদিও কোহলি ওই টেস্ট খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।
আগামী ১৮ আগস্ট শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। তার আগে তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন বলে আত্মবিশ্বাসী কোহলি।
লর্ডসে দ্বিতীয় ইনিংসে ২৯ বলে মাত্র ১৭ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন কোহলি। ম্যাচে ভারত হেরেছে ইনিংস ও ১৫৯ রানে।
কোহলি বলেছেন, চোটটা আসলে পিঠের নিচের অংশের। মাঝেমধ্যেই তা ঘুরে ফিরে আসছে। কাজের বোঝা এবং বেশি সংখ্যায় ম্যাচ খেলার জন্যই এটা হচ্ছে। তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে হাতে পাঁচদিন রয়েছে। এই কদিনে পুরোপুরি ফিট হয়ে যাব বলে আশা করছি।
লর্ডস টেস্টে হেরে ভারত পাঁচ ম্যাচের সিরিজ ২-০ পিছিয়ে পড়েছে। তৃতীয় টেস্টে টেস্টে হারা মানেই সিরিজে আর প্রত্যাবর্তন সম্ভব হবে না টিম কোহলির। তাই ওই ম্যাচ জিতে সিরিজ জয়ের সম্ভাবনা জিইয়ে রাখার জন্য নামবে ভারত।
পিঠের ব্যথা নিয়ে উদ্বেগ, তৃতীয় টেস্টে খেলতে পারবেন, আত্মবিশ্বাসী কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Aug 2018 09:08 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -