কোহলিকে বর্তমান সময়ের সেরা ক্রিকেটার বলছেন ব্রেট লি
Web Desk, ABP Ananda | 29 Jul 2016 04:29 PM (IST)
মুম্বই: ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিকেই বর্তমান সময়ের সেরা ক্রিকেটার বলছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি। তিনি ‘আনইন্ডিয়ান’ ছবির প্রচারের জন্য ভারতে এসেছেন। এরই ফাঁকে সাংবাদিকদের বলেছেন, সচিন তেন্ডুলকর যেমন সেরা ব্যাটসম্যান ছিলেন, কোহলিও তেমনই এই মুহূর্তের সেরা ক্রিকেটার। তিনি নিজের কাজটা দুর্দান্তভাবে করছেন। তাঁর আক্রমণাত্মক ক্রিকেট খেলার ক্ষমতা অদ্ভুত। ক্রিকেটের প্রতি ভালবাসা এখনও রয়েছে। তবে খেলা ছেড়ে এখন পুরোদস্তুর অভিনেতা বনে গিয়েছেন ব্রেট লি। তিনি অভিনয়কে জীবনের দ্বিতীয় ইনিংস বলে অভিহিত করেছেন।