হ্যামিলটন: আন্তর্জাতিক ক্রিকেটে ফের একটি রেকর্ড ভাঙার মুখে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ২৫ রান করতে পারলেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে যাবেন বিরাট। তিনি এখন আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি রান করার তালিকায় চতুর্থ স্থানে। তাঁর আগে আছেন ধোনি (১,১১২ রান), নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (১,১৪৮ রান) ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি (১,২৭৩ রান)।
এছাড়া আরও একটি নজির গড়ার মুখে বিরাট। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি অর্ধশতরান করারও হাতছানি রয়েছে তাঁর সামনে। এখনও পর্যন্ত আটটি অর্ধশতরান করে দু প্লেসি ও উইলিয়ামসনের সঙ্গে একই সারিতে বিরাট। আর একটি অর্ধশতরান করতে পারলেই রেকর্ড গড়বেন তিনি। এছাড়া ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যানের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫০টি ছক্কা মারারও নজির গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। আর সাতটি ছক্কা মারলেই এই নজির গড়বেন বিরাট।