নটিংহ্যাম: বর্তমানে বিশ্বক্রিকেটের বহুল চর্চিত বিষয় হল বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম। ২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে বিরাটের ব্যাট থেকে আর শতরানের ইনিংস আসেনি। ভারতীয় দলে তাঁর জায়গা নিয়েও নানা প্রশ্ন উঠছে। এরই মাঝে ভারত-ইংল্যান্ডের (India vs England) তৃতীয় টি-টোয়েন্টিতেও ফের একবার ব্যর্থ হলেন বিরাট।


রবিবার (১০ জুলাই) মাত্র ১১ রানে ডেভিড উইলির বলে আউট হন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। পরপর বলে চার ও একটি ছক্কা হাঁকানোর, নাগাড়ে তৃতীয় বলে বড় শট মারতে গিয়েই বিরাট শর্ট এক্সট্রা কভারে জেস রয়ের হাতে ধরা দেন। টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ মিলিয়ে কোহলির সংগ্রহ মোট ১২ রান। এজবাস্টনে পঞ্চম টেস্টও দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩১ রান করেছিলেন বিরাট। রবিবার ব্যাট হাতে তাঁর ব্যর্থতার পরেই বিরাটকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে সরব হন বেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)।


সৌরভদের উদাহরণ টানেন প্রসাদ


ভারতের প্রাক্তন বোলিং কোচের সাফ কথা, অতীতে সৌরভ গঙ্গোপধ্যায়, যুবরাজ সিং, জাহির খানরাও তো খারাপ ফর্মের জেরে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন। নাম না করেই নিজের সোশ্যাল মিডিয়ায় প্রসাদ লেখেন, ‘একটা সময় ছিল যখন যত বড়ই নাম হোক না কেন, পারফরম্যান্স না করলে দল থেকে বাদ পড়তে হত। সৌরভ, সহবাগ, যুবরাজ, জাহির, ভাজ্জি, সকলকেই খারাপ ফর্মে দলের বাইরে বসতে হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়ে ভাল পারফর্ম করে ওরা আবার ফিরে আসে। তবে এখন মাপকাঠিটা মনে হয় বদলে গিয়েছে। খারাপ ফর্মের জন্য এখন বিশ্রাম বরাদ্দ হয়। দেশে প্রচুর প্রতিভা রয়েছে, শুধুমাত্র নামের জোরে কেউ দলে জায়গা পেতে পারে না। অনিল কুম্বলেও তো দলের স্বার্থে বহু ম্যাচে বাইরে বসত।’


বিরাটের পাশেই দাঁড়াচ্ছেন রোহিত: এখানে প্রসাদ তাঁর মন্তব্যটি যে বিরাট কোহলির উদ্দেশেই করেছেন, তা বুঝতে কারুরই অসুবিধা হওয়ার কথা নয়। দিনকয়েক আগে কপিল দেবও বিরাট সম্পর্কে অনেকটা একই মত পোষণ করেছিলেন। তবে অধিনায়ক রোহিত শর্মা কিন্তু এইসব সমালোচনা দূরে সরিয়ে বিরাটের পাশেই দাঁড়িয়েছেন। কতদিন পর্যন্ত বিরাট এমনভাবে দলে সুযোগ পান, সেটাই দেখার বিষয়।


আরও পড়ুন: 'আমি বুঝি না, কেন তাঁদের বিশেষজ্ঞ বলা হয়', বিরাটের পাশে দাঁড়িয়ে কী বললেন রোহিত?