নয়াদিল্লি: জাতীয় দলে তো একসঙ্গে খেলেছেনই। তাঁরা রাজ্য দলেও সতীর্থ। তবে, বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) খুব একটা সুসম্পর্ক রয়েছে বলে শোনা যায় না। যদিও নেতৃত্ব হারানো বিরাটের পাশে দাঁড়ালেন গম্ভীর। জানিয়ে দিলেন, অধিনায়কত্ব করতে না হওয়ায় এবার সাদা বলের ক্রিকেটে অনেক খোলা মনে ব্যাট করতে পারবেন কোহলি।


ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট কোহলিকে (Virat Kohli) একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া সরগরম। রোহিত শর্মার (Rohit Sharma) হাতে সীমিত ওভারের পুরো দায়িত্ব তুলে দেওয়ার পর থেকে নেটিজেনদের কাছে এই মুহূর্তে কাঠগড়ায় বোর্ড (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও সচিব জয় শাহ (Jay Shah)। তবে ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir) মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের জন্য আখেরে শাপে বর হবে। ফের একবার পুরনো খুনে মেজাজে ধরা দিতে পারেন ব্যাটার কোহলি। 


জাতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার গম্ভীর বলেছেন, "রোহিতের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম। কারণ লাল বলের খেলায় রোহিতকে নেতৃত্বের চাপ নিতে হচ্ছে না। এতে অনেক খোলা মনে রোহিত ব্যাট করতে পারবে। আর সেটা করতে পারলে তো দিনের শেষে দলেরই লাভ হবে। সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের চাপ সরে যাওয়ার পর কোহলিকে পুরনো মেজাজে পাওয়া গেলে সেটা হবে সোনায় সোহাগা। আমার মতে তো কোহলি চাপমুক্ত হয়ে ব্যাট করলে সাদা বলের খেলায় বিপক্ষের কাছে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।"


বোর্ডের নেতৃত্ব বদলের সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত ক্রিকেট মহল। সৌরভের পাশে কয়েক জন রয়েছেন। অনেকে আবার কোহলির প্রতিও সহানুভূতিশীল। যদিও গম্ভীর মনে করেন টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে ভিন্ন অধিনায়ক নিযুক্ত করার সিদ্ধান্ত ঠিক। তাঁর দাবি কোহলি ও রোহিতের হাতে ভারতীয় ক্রিকেট এখন নিরাপদ।