কলকাতা: করোনার ধাক্কায় ২০২০ সালের আইপিএল (IPL) হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০২১ সালের আইপিএল ভারতে আয়োজিত হলেও মাঝপথেই তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বেশ কয়েকটি দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সংক্রমিত হয়ে পড়েছিলেন টুর্নামেন্ট চলাকালীনই। পরে সেই আইপিএলের বাকি ম্যাচ হয় সংযুক্ত আরব আমিরশাহিতে।


এমনকী, করোনার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আয়োজিত হয় সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান মিলিয়ে। যদিও আয়োজক দেশ ছিল ভারতই।


পরের আইপিএল কী হবে? টুর্নামেন্ট কি ভারতে আয়োজিত হবে? নাকি কোনও ঝুঁকি না নিয়ে ফের একবার মরুদেশে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর বসাবে ভারতীয় ক্রিকেট বোর্ড?


২০২২ সালের আইপিএল ভারতে করার বিষয়ে আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি বলেছেন, ‘আমি মনে করি, আমরা খারাপ সময় পেরিয়ে গিয়েছি। আশা করি, আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব। কারণ এটি ভারতেরই টুর্নামেন্ট এবং এটি যখন ভারতে খেলা হয়, তখন এর পরিবেশ একেবারে আলাদা হয়। ভারতে এখন আন্তর্জাতিক সিরিজ হচ্ছে তো। আমরা নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছি। আমরা নিজেরাও দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজ রয়েছে। তাই আমি মনে করি, সবচেয়ে খারাপ সময়টা পার করে এসেছি। আইপিএল ভারতেই আয়োজন করার ব্যাপারে আমি আশাবাদী।’


সৌরভ আরও বলেছেন, ‘কোভিড সমস্যা থাকা সত্ত্বেও আইপিএলকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে গিয়ে শেষ করতে সফল হয়েছি আমরা। আমাদের ঘরোয়া ক্রিকেট আগের মতোই চলছে। গত বছর অতিমারির কারণে রঞ্জি ট্রফি হয়নি। কিছুদিন খেলা বন্ধ ছিল। তবে আমরা প্রায় প্রতিটি টুর্নামেন্ট শেষ করেছি। জানুয়ারিতে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। জুনিয়র ক্রিকেট চলছে। এবং এখনও পর্যন্ত কোভিড নিয়ে সমস্যায় পড়তে হয়নি।’


আরও পড়ুন: আগেও রান করে বাদ পড়েছি, নতুন করে কিছু প্রমাণ করার নেই, বাংলাকে জিতিয়ে বলছেন অনুষ্টুপ


করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বাড়াবাড়ির জন্য দক্ষিণ আফ্রিকা সফর পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সফর বাতিলের কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন সৌরভ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত তিনটি টেস্ট এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে। ২৬ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হবে। তবে সফর কিছুটা কাটছাঁট করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে তিন ম্যাচের প্রস্তাবিত টি-টোয়েন্টি সিরিজ।