নয়াদিল্লি: তিনি এই মুহূর্তে বিশ্বক্রিকেটের সেরা আইকন। ব্যাট হাতে তাঁর শাসন দেখার জন্য মাঠ ভরে যায়। সেই বিরাট কোহলি এবার মাঠের বাইরে এক কীর্তি করে ফেললেন। কিছুটা পরোক্ষভাবেই। সেই সঙ্গে ফের প্রমাণিত হয়ে গেল তাঁর জনপ্রিয়তা।
সম্প্রতি এসইএম রাশ নামক একটি সংস্থা সমীক্ষা চালিয়ে দেখেছে যে, ক্রিকেটারদের মধ্যে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে কোহলির নামে। সেই সমীক্ষা অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিরাট কোহলির নামে গুগলে গড়ে ২ মিলিয়নেরও বেশি সার্চ হয়েছে। যার অর্থ, প্রত্যেক মাসে ২০ লক্ষবারেরও বেশি সার্চ হয়েছে কোহলিকে নিয়ে!
২০১৮ সালের পর ২০১৯ সালেও মোস্ট সার্চড ক্রিকেটারের তকমা ছিনিয়ে নিলেন কোহলি। তাঁর পিছনে দুই ও তিন নম্বরে রয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মা। দুজনকে নিয়ে মাসে ১০ লক্ষেরও বেশি সার্চ হয়।
২০১৮ সালের তুলনায় তিন ক্রিকেটারকে নিয়েই মানুষের আগ্রহ প্রায় দেড়গুণ বেড়েছে বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে। বিশ্বক্রিকেটে ২০১৯ সালে সবচেয়ে বেশি সার্চ হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে।
প্রত্যেক মাসে ২০ লক্ষেরও বেশি সার্চ গুগলে, নতুন মাইলফলক কোহলির
Web Desk, ABP Ananda
Updated at:
05 Nov 2019 07:16 AM (IST)
২০১৮ সালের পর ২০১৯ সালেও মোস্ট সার্চড ক্রিকেটারের তকমা ছিনিয়ে নিলেন কোহলি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -