নয়াদিল্লি: ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান ‘রাজীব গাঁধী খেল রত্ন’-র জন্য বিরাট কোহলি এবং অর্জুন পুরস্কারের জন্য অজিঙ্ক রাহানেকে মনোনীত করেছে বিসিসিআই(বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া)।


 

বিসিসিআই সূত্রে খবর, কোহলি ও অজিঙ্কর নাম ক্রীড়া মন্ত্রকের কাছে পাঠিয়েছে তারা। চার বছর পরে খেলরত্নের জন্য কোনও ক্রিকেটারের নাম পাঠাল বিসিসিআই।

 

ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট এই মুহূর্তে আইপিএল-এ তাঁর টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে ব্যস্ত। কোহলি বেশ কিছুদিন ধরেই অসাধারণ ফর্মে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটসম্যান। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপের সেরা সেরা খেলোয়াড় ও সেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন কোহলি। সেই কারণেই তাঁর নাম দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য প্রস্তাব করা হয়েছে।

 

এর আগে সচিন তেন্ডুলকর ও ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রাজীব গাঁধী খেলরত্ন পেয়েছেন। কোহলি এবার এই পুরস্কার পেলে তৃতীয় ক্রিকেটার হিসেবে খেলরত্ন পাবেন। তবে তাঁর সঙ্গেই এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকাল, গলফার অনির্বাণ লাহিড়ী, শ্যুটার জিতু রাই ও অ্যাথলিট টিন্টু লুকা। এই পুরস্কার পাওয়ার লড়াইয়ে তাঁদের সঙ্গে কোহলির টক্কর হবে।

 

অন্যদিকে, ক্রিকেটের প্রতিটি ফর্ম্যাটে ধারাবাহিকতা দেখানো, বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতির মোকাবিলা করা এবং দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে অর্জুন-এর জন্য মনোনীত করা হয়েছে রাহানেকে। তাঁর এই পুরস্কার পাওয়া নিয়ে সংশয় নেই বলেই মনে করা হচ্ছে।

 

খেলরত্ন প্রাপক পাবেন ৭.৫ লক্ষ টাকা এবং শংসাপত্র। অর্জুন পুরস্কার প্রাপকেরা পাবেন পাঁচ লক্ষ টাকা এবং শংসাপত্র।