ইন্দোর: টিম ইন্ডিয়ার জয়ের ধারা অব্যাহত রয়েছে। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও একের পর এক রেকর্ড ভাঙছেন। অনেক রেকর্ড স্পর্শও করছেন। এবার পূর্বসূরী মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়ক হিসেবে একটি রেকর্ড ভেঙে স্পর্শ করার মুখে দাঁড়িয়ে কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোরে চলতি সিরিজের তৃতীয় ম্যাচ জিতলেই অধিনায়ক হিসেবে ধোনির একটানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করবেন কোহলি। ইন্দোরের ম্যাচে জিতলে অধিনায়ক হিসেবে কোহলি টানা নয়টি একদিনের ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করবেন। এই কৃতিত্ব ২০০৮-০৯-এ অর্জন করেছেন তত্কালীন অধিনায়ক ধোনি।

কোহলির অধিনায়কত্বে ভারত ৩৭ টি ম্যাচ খেলেছে। এরমধ্যে জয় এসেছে ২৯ টিতে।

বিগত ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগার একদিনের ম্যাচে হারের পর এখনও পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা সফরে টেস্ট, একদিনের ম্যাচ ও টি ২০ মিলিয়ে নয়টি ম্যাচে জিতেছেন কোহলিরা। এবার সামনে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুটি ম্যাচ ইতিমধ্যেই জিতেছেন তারা।

তাছাড়া, এই ম্যাচে সেঞ্চুরি করতে পারলে প্রাক্তন অসি অধিনায়ককে সেঞ্চুরি সংখ্যায় পিছনে ফেলবেন কোহলি। এখন দুজনেরই সেঞ্চুরির সংখ্যা ৩০।