নয়াদিল্লি:  শ্রেষ্ঠত্বের শিরোপা কাকে দেওয়া যায়, বিরাট কোহলি, নাকি স্টিভ স্মিথকে। বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে মুখরোচক এই বিতর্কে যোগ দিলেন প্রাক্তন স্পিন কিংবদন্তী শ্যেন ওয়ার্নও। প্রাক্তন অসি স্পিনার বলেছেন, দুই ব্যাটসম্যান তুল্যমূল্য। তাই সেরা বেছে নেওয়াটা খুবই কঠিন কাজ।

চলতি বছরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও ভারতের অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে রানের বন্যা। তবে মোট রানের নিরিখে অনেকটাই এগিয়ে ভারতের অধিনায়ক। সব ফর্ম্যাটের ক্রিকেটে কোহলির মোট রান ২৮১৮। স্মিথ করেছেন ১৩৩৭ রান। চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজের আরও দুটি টেস্ট খেলবেন স্মিথ।

টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন স্মিথ। একদিন ও টি২০ –তে শীর্ষে কোহলি।

প্রাক্তন অসি স্পিনার ওয়ার্ন বলেছেন, টেস্ট ক্রিকেটে বর্তমানে ওই দুজনের মধ্যে সেরা কে, তা বেছে নেওয়া খুবই কঠিন। তাঁরা দুজনেই তুল্যমূল্য।