দেশের মাটিতে টেস্টে এই প্রথম শূন্য রানে ফিরলেন কোহলি
ABP Ananda, web desk | 24 Feb 2017 12:38 PM (IST)
নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি এই সম্প্রতি চূড়ান্ত ফর্মে খেলছেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরত গেলেন কোহলি। চেতেশ্বর পূজারা আউট হওয়ার পর ক্রিজে আসেন ভারতীয় দলের অধিনায়ক। কিন্তু একটি বল খেলে পরের বলেই আউট হন তিনি। স্টার্কের এই জোড়া ধাক্কায় ব্যাকফুটে ভারত। এদিন ২৬০ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার পর ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। এরমধ্যে সবচেয়ে বড় ধাক্কা কোহলির শূন্য রানে আউট হয়ে যাওয়াটা। তিনি আউট হতেই স্টেডিয়ামে স্তব্ধতা নেমে আসে। দেশের মাঠে পর পর সিরিজ জিতে চলেছে ভারত। এক্ষেত্রে ব্যাট হাতে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে কোহলির। ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পর পর চারটি সিরিজে ডবল সেঞ্চুরি করেছেন তিনি। ঘরের মাঠে একটি মরশুমে সর্বোচ্চ রানসংগ্রহকারীও তিনি। ছয় বছরের কেরিয়ারে এই নিয়ে টেস্ট ম্যাচে পাঁচবার শূন্য রানে আউট হলেন কোহলি। ২০১৪-র অক্টোবরের পর এই প্রথম কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে। ঘরের মাঠে টেস্টে এই প্রথম শূন্য রানে আউট হলেন তিনি। কেরিয়ারের ৪৫ তম টেস্ট ইনিংসে ওল্ড ট্রাফোর্ডে এর আগে তাঁকে শেষবার খালি হাতে ফিরতে হয়েছিল। এরপর ২৬ ইনিংসের পর শূন্য রানে আউট হতে হল তাঁকে। ২০১১-তে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ওই বছরই মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও রান না করেই ফিরে গিয়েছিলেন তিনি।