লাহোর: বর্তমানে পৃথিবীর সেরা ব্য়াটার কে, এই নিয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তির মত ভিন্ন। তবে ভারতীয় উপমহাদেশের মানুষদের কাছে লড়াইটা দুই জনের মধ্যেই সীমাবদ্ধ। ভারতীয় তারকা বিরাট কোহলি (Virat Kohli) ও পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam)।
বিরাটের প্রতি সমর্থন
প্রায়শই বাবর ও বিরাটের মধ্যে, কে বেশি ভাল ব্য়াটার, এই নিয়ে তর্ক-বিতর্ক লেগেই থাকে। তবে তর্ক বা বিরোধ নয়, অফফর্মের বিরাটের পাশেই এসে দাঁড়ালেন বাবর। ভারতীয় মহাতারকার প্রতি নিজের সমর্থন জানিয়ে বাবর নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই দুঃসময়ও কেটে যাবে। শক্ত থাকো।' ক্রিকেটপাগল দুই দেশের এক মহাতারকা থেকে আরেক মহাতারকার প্রতি এমন সমর্থন প্রদর্শনের ঘটনা বিরল। স্বভাবতই সেই কারণেই বাবরের এই পোস্ট এখন হু হু করে ভাইরাল।
কেরিয়ারের দুই প্রান্তে দুই মহাতারকা
বর্তমানে কেরিয়ারের একেবারে দুই প্রান্তে দাঁড়িয়ে বিরাট ও বাবর। যেখানে চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) টি-টোয়েন্টিতে দুই ম্যাচে মাত্র ১২ রান করার পর, দ্বিতীয় ওয়ান ডেতেও ফ্লপ বিরাট। মাত্র ১৬ রানে সাজঘর ফিরতে হয় তাঁকে। প্রথম ওয়ান ডেতেও খেলেননি তিনি। শেষ আন্তর্জাতিক শতরানের পর ৭৭ ইনিংস ইতিমধ্যেই খেলে ফেলেছেন বিরাট। সম্প্রতি তাঁর ফর্ম তো আরও খারাপ হয়েছে। শেষ চার ওয়ান ডে ইনিংসে মাত্র ৪২ রান করেছেন কোহলি।
এর জেরেই ভারতীয় দল থেকে তাঁকে বাদ দেওয়ারও রব তুলছেন একাধিক সমর্থক তথা বিশেষজ্ঞরা। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলির ভারতীয় দলে জায়গাও সুনিশ্চিত নয়। অপরদিকে, পরের পর শতরান, অর্ধশতরানে দুরন্ত গতিতে ছুটছেন বাবর। বর্তমানে পাকিস্তান তারকা আইসিসির বিচারে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষে। বাবরের থেকে ব্যাটিং সম্পর্কে খুব কম লোকেরই বেশি ধারণা থাকতে পারে। তাই তাঁর সমর্থনের এই পোস্টটা বিশেষ তাৎপর্যপূর্ণ। এখন দেখার কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডেতে কেমন খেলেন।
আরও পড়ুন: ছন্দে থাকা হুডা নন, বিশ্বকাপের জন্য অফফর্মের কোহলিই প্রথম পছন্দ ভারতীয় প্রাক্তনীর