নর্থ সাউন্ড (অ্যান্টিগা): ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির হাতে একটি বই দেখে ক্রিকেটমহলে জল্পনা শুরু হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় দল ব্যাটিং করার সময় ড্রেসিংরুমে বসে বই পড়তে দেখা যায় বিরাটকে। বইটির নাম ‘ডিটক্স ইওর ইগো’। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে। ক্রিকেটপ্রেমীরা নানা মত প্রকাশ করছেন।






বিশ্বকাপের পরেই সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বিরাটের মানসিক দূরত্ব ও সংঘাতের কথা শোনা যায়। বিরাট অবশ্য দাবি করেন, রোহিতের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। তবে তাঁর হাতে এই বই ফের জল্পনা উস্কে দিয়েছে।