চলতি মাসের ১৫ তারিখ সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্টের খেলা হবে। এদিন টুর্নামেন্টের জন্য ভারতীয় দল ঘোষণা করেন জাতীয় নির্বাচক কমিটি। অত্যধিক ম্যাচ খেলার চাপের কথা মাথায় রেখে বোর্ড কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়।
দলে ফিরেছেন ভূবনেশ্বর কুমার, কেদার যাদব, অম্বাতি রায়াডু। নতুন মুখ হিসেবে দলে নেওয়া হয়েছে খলিল আহমেদকে। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে কয়েকটি ম্যাচ ও টেস্ট সিরিজে খেলতে পারেননি ভূূবি। অবশেষে চোট সারিয়ে দলে ফিরলেন তিনি। কেদারও চোট পেয়েছিলেন। চোট সারিয়ে তিনিও দলে ফিরলেন। রায়াডু ইয়ো ইয়ো টেস্টে উতরোতে না পারায় ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল থেকে ছিটকে গিয়েছিলেন।
এশিয়া কাপের জন্য ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, অম্বাতি রায়াডু, মণীষ পান্ডে, কেদার যাদব, এম এস ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ড্য, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহল, অক্ষর পটেল, ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, শার্দূল ঠাকুর, খলিল আহমেদ