চাহলের সঙ্গে কথা বলতে গিয়ে কোহলি বলেন, আমি মাঠে পুরো আনন্দ উপভোগ করি। মাঠে তাঁর নাচ নিয়ে চাহলের প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, শুধুমাত্র অধিনায়ক হওয়ার জন্য কোনও ধরনের চাপে পড়তে চাই না। ভারতের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য হয়েছে এবং তাই সুযোগ পেলে আনন্দ উপভোগ করা প্রয়োজন। কোনও গান শুনলে তার তালে নেচে নেওয়া এবং বিপক্ষ খেলোয়াড়দেরও এক্ষেত্রে সঙ্গী করে নেওয়া দরকার। এখন আমি খুবই খুশি। আর এজন্য সুযোগ পেলে ডান্স করতে ছাড়ি না।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে কোহলি ১২০ রানের ইনিংস খেলেছেন। তিনি বলেছেন, আমাদের সবসময়ই লক্ষ্য থাকে যে, প্রথম তিন ব্যাটসম্যানের মধ্যে কেউ একজন বড় রান করুক। রোহিত বেশ কিছুদিন ধরেই ভালো খেলছে। আমিও সুযোগ এলেই রান করেছে। দুর্ভাগ্যবশত আজ রোহিত ও শিখর টিকে থাকতে পারেনি। তাই আমার উইকেটে থাকাটা জরুরি ছিল।
ব্যাটিংয়ের মতো ফিল্ডিংয়ের নিজের ক্ষমতার ১০০ শতাংশ উজাড় করে দিতে চান বলেই জানিয়েছেন কোহলি।