মুম্বই: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সকাল থেকেই। কিন্তু হঠাৎ কী হল? কেন ভাইরাল বিরাটের ছবি? আসলে সোশ্য়াল মিডিয়ায় বিরাটের ছবি ও নামের পাশে "GOAT" লেখা। আর সেই হ্যাশট্য়াগেই একের পর এক ভাইরাল ট্যুইট। আসলে বিরাটের ফ্যান অর্থাৎ সমর্থকরাই তাঁদের সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ভারত অধিনায়কের ২২ গজের সাফল্যকে সংক্ষেপে এইভাবেই তুলে ধরেছেন। যেখানে বিরাটকে ''GOAT'' অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম বলে সম্বোধন করা হয়েছে। 


 






টেস্ট হোক বা টি-টোয়েন্টি বা ওয়ান ডে ফর্ম্যাট, সবেতেই কোহলি আদতেই কিং কোহলি। ৩ ফর্ম্য়াটেই বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে গড় তাঁর পঞ্চাশের ওপর। যদিও গত ২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ব্যাটে শতরান আসেনি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অর্ধশতরানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট। 


এদিকে, আগামীকাল থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বে লঙ্কা বাহিনীর বিরুদ্ধে এরপর টেস্ট সিরিজেও খেলতে নামবে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। তবে সিরিজের আগের দিন চোটের জন্য় দল থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার ও সূর্যকুমার যাদব।


ওয়েস্ট ইন্ডিজের (west indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি (t20) সিরিজের শেষ ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন ২ জনই। বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন দীপক। আর ফিল্ডিংয়ের সময় হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছিল সূর্যকুমার যাদবের। ২ জনই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু লঙ্কা সিরিজের আগে চোট পেয়ে ছিটকে গেলেন ভারতীয় স্কোয়াড থেকে। তাঁদের ২ জনকেই বেঙ্গালুরুতে এনসিএ অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য যেতে বলা হয়েছে।


ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে একদিনের (ODI) ও টি-২০ সিরিজ (T-20 Series) অতীত। এবার শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টি-২০ ও টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। কাল থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। কাল টি-২০ সিরিজের প্রথম ম্যাচ লখনউয়ের (Lucknow) ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium)।