মোহালি: তাঁর শততম টেস্ট ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। কিন্তু ভরা মাঠে নয়, মোহালির ফাঁকা গ্যালারির সামনে শততম টেস্ট খেলবেন বিরাট কোহলি (Virat Kohli)।


নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর এই প্রথমবার টেস্ট ক্রিকেট খেলতে নামবেন তিনি। তাও আবার রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে । টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ৪ মার্চ প্রথম টেস্ট খেলতে নেমে পড়বে ভারত ও শ্রীলঙ্কা। মোহালিতে খেলা প্রথম টেস্টে যেমন লাল বলের ক্রিকেটে ভারতীয় অধিনায়ক হিসাবে রোহিত জমানা শুরু হবে, তেমনই এটি প্রাক্তন অধিনয়াক বিরাট কোহলিরও শততম টেস্ট ম্যাচ হতে চলেছে ।


তবে মোহালিতে দর্শকশূন্য মাঠেই আয়োজিত হতে চলেছে ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। পঞ্জাব ক্রিকেট সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার দীপক শর্মা সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, ‘ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্য়াচ দর্শকশূন্য মাঠেই আয়োজিত হবে ।’


মোহালি নয়, বরং দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউনেই বিরাট কোহলির শততম টেস্ট খেলার কথা ছিল। তবে জোহানেসবার্গে চোটের কারণে তিনি ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি। অবশেষে দেশের মাটিতেই ১১তম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন ‘কিং কোহলি’। প্রসঙ্গত, ৪ মার্চের পর সিরিজের দ্বিতীয়  তথা শেষ টেস্ট ম্য়াচটি ১২ মার্চ থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি দিন-রাতের গোলাপি বলের টেস্ট হবে।


পঞ্জাব ক্রিকেট সংস্থার কোষাধ্যক্ষ আরপি সিংলা বলেছেন, "বিসিসিআই-এর নির্দেশ অনুসারে মোহালিতে সাধারণ দর্শকদের খেলা দেখার অনুমতি নেই। মোহালিতে নতুন করে কোভিড সংক্রমণের সংখ্যা বাড়ছে। তাই ক্রিকেটারদের সুরক্ষার জন্যই দর্শক ছাড়াই হবে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট।"


আগামী ৪ মার্চ থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে শনিবারই চণ্ডীগড় পৌঁছে গিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। চার্টার্ড প্লেনে চণ্ডীগড় পৌঁছে গিয়েছেন তিনি।