নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করলেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি। বিসিসিআই-এর পক্ষ থেকেও জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করা হয়েছে। ভারতীয় ক্রিকেটাররা জেটলির প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যান্ড পরে খেলবেন বলেও জানা গিয়েছে।


ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। তারই মাঝে ট্যুইট করে বিরাট জানিয়েছেন, ‘শ্রী অরুণ জেটলিজির প্রয়াণের খবরে শোকাহত। তিনি সত্যিকারের ভাল মানুষ ছিলেন। সবসময় অন্যদের সাহায্য করতে চাইতেন। ২০০৬ সালে যখন আমার বাবা প্রয়াত হন, তখন তিনি সময় বার করে আমাদের বাড়িতে গিয়ে শোকপ্রকাশ করেছিলেন। তাঁর আত্মার শান্তিকামনা করি।’

সচিন ট্যুইট করেছেন, ‘অরুণ জেটলির প্রয়াণের খবর পেয়ে শোকাহত। তিনি ক্রিকেট প্রশাসক সহ বিভিন্ন দায়িত্ব সফলভাবে পালন করেছিলেন। ভারত একজন বিশিষ্ট সাংসদকে হারাল। তাঁর পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাই।’

বিসিসিআই-এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘একজন চমৎকার কূটনীতিবিদ জেটলি ক্রিকেট ভালবাসতেন। তাঁকে চিরকাল দক্ষ ও শ্রদ্ধেয় ক্রিকেট প্রশাসক হিসেবে স্মরণ করা হবে।’