সিডনি: আজ টেস্ট ক্রিকেটে ‘সেরা শত্রু একাদশ’ বেছে নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মাইক হাসি। এই দলে তিনি রেখেছেন তিন ভারতীয় ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ ও বিরাট কোহলিকে। এছাড়া এই দলে আছেন ব্রায়ান লারা, জ্যাক কালিস, কুমার সঙ্গাকারা, গ্রেম স্মিথের মতো ব্যাটসম্যান। বোলারদের মধ্যে আছেন ডেল স্টেইন, মর্নি মর্কেল, জেমস অ্যান্ডারসন ও মুথাইয়া মুরলীধরন। হাসির মতে, এই দলের বিরুদ্ধে খেলা সম্ভব নয়।
এই দলের দুই ওপেনার সহবাগ ও স্মিথ। তিন নম্বরে লারা। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে সচিন ও বিরাট। ৬ নম্বরে কালিস। এরপর ব্যাট করতে নামবেন উইকেটকিপার সঙ্গাকারা। ফলে ব্যাটিং লাইনআপ মারাত্মক শক্তিশালী। কালিস ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার। ফলে এই দলের বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী।
এই দল বাছাই প্রসঙ্গে হাসি বলেছেন, ‘চেন্নাই সুপার কিংসে আমার সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনিকে এই দলের বাইরে রাখার সিদ্ধান্ত কঠিন ছিল। ধোনি, সঙ্গাকারা ও এবি ডিভিলিয়ার্সের মধ্যে একজনকে বেছে নেওয়া কঠিন ছিল। তবে আমার মনে হয়, ধোনি ও এবি সীমিত ওভারের ফর্ম্যাটে বেশি কার্যকরী। সেখানে সঙ্গাকারা টেস্টে ওদের চেয়ে এগিয়ে।’
গোটা দল- বীরেন্দ্র সহবাগ, গ্রেম স্মিথ, ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, জ্যাক কালিস, কুমার সঙ্গাকারা, ডেল স্টেইন, মর্নি মর্কেল, জেমস অ্যান্ডারসন ও মুথাইয়া মুরলীধরন।
‘সেরা শত্রু একাদশ’ বেছে নিলেন মাইক হাসি, ভারতীয়দের মধ্যে আছেন সচিন, সহবাগ, বিরাট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2020 07:17 PM (IST)
এছাড়া এই দলে আছেন ব্রায়ান লারা, জ্যাক কালিস, কুমার সঙ্গাকারা, গ্রেম স্মিথের মতো ব্যাটসম্যান। বোলারদের মধ্যে আছেন ডেল স্টেইন, মর্নি মর্কেল, জেমস অ্যান্ডারসন ও মুথাইয়া মুরলীধরন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -