ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার থেকে রাঁচিতে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। প্রথম টেস্টে হেরে গেলেও, দ্বিতীয় টেস্টে অসাধারণ জয় পেয়ে সিরিজে প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারত। বিরাট এখনও পর্যন্ত চলতি সিরিজে বড় রান পাননি। দলের জয়ের পাশাপাশি নিজেও ভাল পারফরম্যান্স দেখাতে চাইছেন বিরাট।