ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার থেকে রাঁচিতে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। প্রথম টেস্টে হেরে গেলেও, দ্বিতীয় টেস্টে অসাধারণ জয় পেয়ে সিরিজে প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারত। বিরাট এখনও পর্যন্ত চলতি সিরিজে বড় রান পাননি। দলের জয়ের পাশাপাশি নিজেও ভাল পারফরম্যান্স দেখাতে চাইছেন বিরাট। সিআইএসএফ জওয়ানদের কুর্ণিশ বিরাট কোহলির
Web Desk, ABP Ananda | 13 Mar 2017 10:40 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: বিমানবন্দরের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার জন্য সিআইএসএফ জওয়ানদের কুর্ণিশ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ট্যুইটারে একটি বিমানবন্দরে দু জন সিআইএসএফ জওয়ানের সঙ্গে ছবি দিয়ে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন বিরাট।