এক্সপ্লোর
Advertisement
কোহলির ১৫৩, ৩০৭ রানে অলআউট ভারত, দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা দিনের শেষে ২ উইকেটে ৯০
সেঞ্চুরিয়ন:দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের শুরুতেই বুমরাহ-বিস্ফোরণ।তিন রানের মধ্যে মার্করাম ও আমলাকে তুলে নিয়ে প্রোটিয়াদের জোর ধাক্কা দেন তিনি। ফের পরিত্রাতা ডি’ভিলিয়ার্স। তাঁর অর্ধশতরানে ভর করে প্রাথমিক বিপর্যয় কাটাল দক্ষিণ আফ্রিকা। কিন্তু, বৃষ্টির জন্য, বারবার বিঘ্নিত হয় ম্যাচ। শেষ পর্যন্ত খারাপ আলোর জন্য নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয় ম্যাচ। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
#জোড়া আঘাতের পর ওপেনার এলগারকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের হাল ধরেছেন এবি ডিভিলিয়ার্স। চা পানের বিরতি পর্যন্ত তাদের রান ২ উইকেটে ৬০। ডিভিলিয়ার্স ৩৩ এবং এলগার ২৩ রানে ব্যাট করছেন।
#দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা দিল ভারত। মার্করাম ও আমলাকে তুলে দিয়ে জোড়া আঘাত হানলেন জসপ্রিত বুমরা। দলের ১ রানে প্রথম ও ৩ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়।
# প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৩৫ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩০৭ রানে। দক্ষিণ আফ্রিকার থেকে ২৮ রানে পিছিয়ে ইনিংস শেষ করল ভারত। শেষপর্যন্ত কোহলি ১৫৩ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হয়ে গেলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে মর্কেল সর্বাধিক ৪ টি উইকেট নিয়েছেন।
#মর্কেলের বলে আউট ইশান্ত। ৩ রান করেন তিনি। খেলেছেন২০ বল। ৩০৬ রা নে ভারতের নবম উইকেটের পতন হয়। দক্ষিণ আফ্রিকার থেকে ভারত পিছিয়ে এখনও ২৯ রানে।
#দুরন্ত বিরাট কোহলি। ১৫০ রানও পেরিয়ে গেলেন তিনি। মর্নি মর্কেলের বল বাউন্ডারিতে পাঠিয়ে ১৫০ রান পূর্ণ করলেন তিনি।
ভারতের রান ৩০০ পেরোল। যাবতীয় সমালোচনার জবাব দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে লড়াকু শতরান করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ১৪৬ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে তিনি শতরান করলেন। টেস্টে এটি তাঁর ২১-তম শতরান। তাঁর এই দুরন্ত ইনিংসের সুবাদে লড়াই চালাচ্ছে ভারত। তবে হার্দিক পাণ্ড্য (১৫) রান আউট হয়ে গিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন (৩৮) ভাল ব্যাটিং করছিলেন। কিন্তু তিনিও ফিরে গিয়েছেন। বিরাটের (১৪১) সঙ্গে এখন ক্রিজে ইশান্ত শর্মা (০)। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ৭ উইকেটে ২৮৭। দক্ষিণ আফ্রিকার চেয়ে আর ৪৮ রানে পিছিয়ে ভারত। গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৫ উইকেটে ১৮৩। আজ শুরু থেকেই জমাট দেখাচ্ছিল বিরাট ও হার্দিককে। এই জুটিই ভারতের ভরসা ছিল। কিন্তু হার্দিক অধিনায়ককে বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না। অশ্বিন আশা জাগিয়েও শেষপর্যন্ত হতাশাজনকভাবে আউট হলেন। বিরাট যতক্ষণ ক্রিজে আছেন, ততক্ষণই ভারতের আশা থাকবে। এরপর দ্বিতীয় ইনিংসে যদি ভারতের বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে সিরিজে সমতা ফেরানোর সম্ভাবনা তৈরি হবে।The Run Machine continues as he brings up his 150 runs off 207 balls #SAvIND #FreedomSeries pic.twitter.com/imD6l5h9Qt
— BCCI (@BCCI) January 15, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement