নয়াদিল্লি: বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার, ভারতের টেস্ট দলের সফল অধিনায়ক হতে পারেন। কিন্তু তিনি নিজের অতীত ভোলেননি। ছোটবেলায় যাঁদের আদর্শ করে ক্রিকেট খেলতেন, তাঁদের প্রতি এখনও সমান শ্রদ্ধাশীল। ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের সঙ্গে ১০ বছর আগে তোলা ছবি ট্যুইটারে পোস্ট করে সে কথাই প্রমাণ করে দিলেন কোহলি।
ছোট থেকেই ক্রিকেটের প্রতি অসম্ভব ফোকাসড কোহলি। তিনি নিজে ক্রিকেট মাঠে আগ্রাসন দেখান। কিন্তু ছোট থেকেই আদর্শ ক্রিকেটার দ্রাবিড়। তাঁর মতো ক্রিকেটার হতে চাইতেন কোহলি। এখন সাফল্য পাওয়ার পর ছোটবেলার আদর্শ ক্রিকেটারই তাঁর সাক্ষাৎকার নেন। সম্প্রতি সেই ঘটনা ঘটেছে। সেই ছবিও পোস্ট করেছেন কোহলি। স্বপ্ন পূরণ হওয়ায় তিনি খুশি।