মাদুরাই: অনলাইন স্পোর্টস অ্যাপের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকায় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে নোটিস পাঠাল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। এছাড়া অভিনেতা প্রকাশ রাজ, রানা, সুদীপ খান ও অভিনেত্রী তমন্নাকেও নোটিস পাঠিয়েছে বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি বি পাগালেন্ধির বেঞ্চ।
ভারতে ক্রিকেট বেটিং নিষিদ্ধ হলেও, বিভিন্ন অনলাইন স্পোর্টস অ্যাপ জনপ্রিয় হয়ে উঠেছে। সারা দেশের মানুষ এই অ্যাপগুলিতে টাকা দিয়ে ফ্যান্টাসি লিগ খেলছেন। তামিলনাড়ুর কয়েকজন যুবক এই ধরনের অ্যাপে টাকা খাটিয়ে ক্ষতির মুখে পড়ে আত্মহত্যা করেছেন। এর পরিপ্রেক্ষিতে মামলা করেন আইনজীবী মহম্মদ রিজভি।
এই মামলার শুনানিতে আদালত ‘চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের মতো আইপিএল-এর দলগুলির নামে এই ধরনের অ্যাপ রয়েছে। কয়েকটি রাজ্যের নামেও অ্যাপ রয়েছে। এই দলগুলি কি রাজ্যের হয়ে খেলছে?’ আদালত আরও বলেছে, কোটি কোটি টাকা রোজগার করার লক্ষ্যে তারকাদের ব্যবহার করছে। যাঁদের নোটিস পাঠানো হয়েছে, তাঁদের ১৯ নভেম্বরের মধ্যে জবাব দিতে হবে।
এর আগেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ বছরের অগাস্টে অনলাইন জুয়া নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের করেন চেন্নাইয়ের এক আইনজীবী। তিনি দাবি করেন, জুয়ার নেশা বিপজ্জনক। ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছে এই জুয়া। এই ধরনের অ্যাপের সঙ্গে যুক্ত থাকা তারকাদের গ্রেফতার করারও দাবি জানান ওই আইনজীবী।
অ্যাপারেল স্পনসর হিসেবে তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়েছে একটি স্পোর্টস অ্যাপ। সৌরভ, বিরাট ছাড়াও একটি অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
অনলাইন স্পোর্টস অ্যাপের প্রচার, সৌরভ, বিরাট, প্রকাশ রাজদের নোটিস মাদ্রাজ হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Nov 2020 08:47 PM (IST)
ভারতে ক্রিকেট বেটিং নিষিদ্ধ হলেও, বিভিন্ন অনলাইন স্পোর্টস অ্যাপ জনপ্রিয় হয়ে উঠেছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -