পারথ: ফর্মে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দুই ম্যাচেই অর্ধশতরান করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। আর বিরাটের ফর্মে ফেরা মানেই রেকর্ড ভাঙার হিড়িক। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) ম্যাচেই এক সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে 'কিংগ কোহলির সামনে'। প্রয়োজন আর মাত্র ২৮ রান।
আইসিসির হল অফ ফেমার এবং প্রাক্তন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক মাহেলা জয়বর্ধনে বিশ ওভারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বাধিক রানের মালিক। তিনি ৩১ ম্যাচে ১০১৬ রান করেছেন। কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক তো বটেই। তিনি বর্তমানে জয়বর্ধনের পরেই বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহকও বটে। বিরাট ২৩ ম্য়াচে এখনও পর্যন্ত ৯৮৯ রান করেছেন। গত ম্যাচেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬২ রানের ইনিংসের সুবাদে তিনি ক্রিস গেলকে পিছনে ফেলে দিয়েছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে আজ আর ২৮ রান করলেই শ্রীলঙ্কান কিংবদন্তি জয়বর্ধনেকেও পিছনে ফেলে দেবেন তিনি। ২৮ রান করতে পারলে কোহলিই হয়ে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ সর্বোচ্চ রানসংগ্রাহক
মাহেলা জয়বর্ধনে- ৩১টি ম্যাচে ১০১৬ রান
বিরাট কোহলি- ২৩টি ম্য়াচে ৯৮৯ রান
ক্রিস গেল- ৩৩ ম্য়াচে ৯৬৫ রান
রোহিত শর্মা- ৩৫ ম্যাচে ৯০৪ রান
তিলকরত্নে দিলশান- ৩৫ ম্যাচে ৮৯৭ রান
সচিনকে পিছনে ফেলার হাতছানি
তবে কোহলির সামনে শুধু এক নয়, প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে যুগ্ম রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসাবে সর্বাধিক রান করার কৃতিত্ব কোহলি নিজের দখলে আনতে পারেন। অস্ট্রেলিয়ার মাটিতে ৬৬টি ইনিংস খেলে ৫৬.৪৪ গড়ে বিরাট কোহলি মোট ৩২৭৪ রান করেছেন। তিনি অজিভূমে ১১টি শতরানের পাশাপাশি ১৭টি অর্ধশতরানও করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবারের (৩০ অক্টোবর) ম্যাচেই বিরাট কোহলি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে অজিভূমে নতুন রেকর্ড গড়তে পারেন। অজিভূমে ভারতীয় হিসাবে সচিন এখনও পর্যন্ত সর্বাধিক ৩৩০০ রান করেছেন। আর মাত্র ২৭ রান করলেই সচিনের সেই রেকর্ড ভেঙে বিরাটই ভারতীয় হিসাবে অজিভূমে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন। স্বাভাবিকভাবেই তাই বিরাটের দিকে এই ম্যাচেও সকলের বাড়তি নজর থাকবে।
আরও পড়ুন: জিতলেই সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত, কোথায়, কখন দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচ?