আজ ৮৯ রান করেন ভারতের অধিনায়ক। এই ইনিংসের সুবাদে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২২,০০০ রান পূর্ণ করলেন। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই রান করলেন তিনি। এই নজির গড়ে অনেক বিখ্যাত ব্যাটসম্যানকেই ছাপিয়ে গিয়েছেন বিরাট। তিনিই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ১০ হাজার, ১১ হাজার, ১২ হাজার, ১৩ হাজার, ১৪ হাজার, ১৫ হাজার, ১৬ হাজার, ১৭ হাজার, ১৮ হাজার, ১৯ হাজার, ২০ হাজার, ২১ হাজার ও ২২ হাজার রান করলেন।
আজ আন্তর্জাতিক ক্রিকেটে ২২,০০০ রান পূর্ণ করার পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ২,০০০ রানও পূরণ করলেন বিরাট। তাঁর আগে ভারতের দু’জন সহ ক্রিকেটদুনিয়ার মাত্র চারজন ব্যাটসম্যান এই নজির গড়েন। ওয়েস্ট ইন্ডিজের দুই প্রাক্তন তারকা ডেসমন্ড হেইনস ও ভিভ রিচার্ডস এবং ভারতের সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ২,০০০ রান আছে। এবার বিরাটও এই তালিকায় যুক্ত হলেন।