মোহালি: সতীর্থ রোহিত শর্মাকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে এই রেকর্ড গড়েন বিরাট। ৭১ ম্যাচে ৬৬ ইনিংসে তাঁর রান ২,৪৪১। গড় ৫০.৮৫। রোহিত ৯৭টি টি-২০ ম্যাচ খেলে ৮৯ ইনিংসে করেছেন ২,৪৩৪ রান। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ৭৮ ম্যাচে ২,২৮৩ রান করে এই তালিকার তৃতীয় স্থানে।



এদিন মোহালিতে বিরাট ৭২ রান করে অপরাজিত থাকেন। রোহিত ১২ রান করেই ফিরে যান। বিরাট ও শিখর ধবনের দাপটে ভারতীয় দলের জয় পেতে কোনও অসুবিধা হয়নি। সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। রবিবার তৃতীয় তথা শেষ ম্যাচ।