মেলবোর্ন: ব্যাট হাতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অনবদ্য ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাটার কোহলির দাপটে অনেকসময়ই ফিল্ডার হিসাবে তাঁর দক্ষতা ঢাকা পড়ে যায়। তবে শুধু তিনি যে কতটা দক্ষ ফিল্ডার, জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের (IND vs ZIM) সুপার ১২-র শেষ ম্যাচেই তা ফের একবার প্রমাণিত হয়ে গেল। 


বিরাটের সেলিব্রেশন


জিম্বাবোয়ের ব্যাটিং ইনিংসের প্রথম বলেই ওয়েসলি মাধেভেরেকে সাজঘরে ফেরান ভুবনেশ্বর কুমার। তবে এই উইকেটে বিরাটের কৃতিত্বও কম নয়। শর্ট কভারে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি ঝাঁপিয়ে পড়ে মাধেভেরের হাওয়ায় মারা বল ধরেন। আউট হন জিম্বাবোয়ে ওপেনার। এই দুরন্ত ক্যাচের পর স্বাভাবিকভাবেই বিরাটের ভারতীয় দলের সদস্যরা তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন। বিরাট নিজেও দারুণ খুশি হন এবং ক্যাচের ধরে স্যালুটের মাধ্যমে তা সেলিব্রেটও করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। বিরাটের এই সেলিব্রেশন মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়।


 






ব্যর্থ ব্যাটার বিরাট


অবশ্য এদিন ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি বিরাট। ২৫ বলে মাত্র ২৬ রান করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। বিরাটের ব্যর্থতা সত্ত্বেও সূর্যকুমার যাদবের ২৫ বলে অনবদ্য ৬১ রানের সুবাদে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৬ রান তোলে। কেএল রাহুলও ৫১ রানের ইনিংস খেলেন। জবাবে মাত্র ১১৫ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। ৭১ রানের বড় ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। বল হাতে ভারতের হয়ে সর্বাধিক তিন উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এই জয়ের মাধ্যমে গ্রুপ ২ চ্যাম্পিয়ন হিসাবে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হবেন রোহিত শর্মারা।


আরও পড়ুন: জিম্বাবোয়েকে ৭১ রানে দুরমুশ করে সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে ভারত