সিডনি: মাঠে তিনি আগ্রাসী। ব্যাট হাতে বোলারদের রেয়াত করেন না। ম্যাচ জেতার জন্য তার আগ্রাসন দেখার মতো। আপাত দৃষ্টিতে দেখলে খুব কঠোরই মনে হয় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। কিন্তু এর বাইরেও যে বিরাটের মানবিক দিকও রয়েছে, তা আরও একবার প্রমাণ করলেন ভারত অধিনায়ক।


১০ হাজার দুঃস্থ শিশুদের দায়িত্ব নিয়ে মানবিকতার নতুন নজির তৈরি করলেন ক্যাপ্টেন কোহলি। 'ভাইজ' নামক একটি স্বাস্থ্যসুরক্ষা বিপণন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কোহলি। সেখান থেকে তাঁর আয়ের পুরোটাই দুঃস্থ শিশুদের জন্য দান করবেন বলে জানালেন তিনি। প্রায় ১০ হাজার শিশুদের দায়িত্ব নেওয়ার কথা জানান বিরাট। অপুষ্টির শিকার, এরকম শিশুদের খাওয়ার ব্যবস্থা করার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

কোহলির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। বিরাট বলেছেন, 'ভারতে অপুষ্টির বিরুদ্ধে যে লড়াই চলছে, তার অংশ হতে পেরে আমি গর্বিত।’