নয়াদিল্লি: আফগানিস্তান তাদের প্রথম টেস্ট খেলবে ভারতের বিরুদ্ধে। এই একমাত্র টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে প্রস্তুতি হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত ঘিরে বিসিসিআই-এর অন্দরে মতভেদ দেখা গিয়েছে বলে খবর। কার্যত দ্বিধাবিভক্ত বোর্ড। বোর্ড সদস্যরা আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে কোহলি খেলুন, এমনটাই চাইছেন। অন্যদিকে, সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটি (সিওএ) চায় কোহলি আগামী ৩ জুলাই ম্যাঞ্চেস্টারে টি ২০ ম্যাচ দিয়ে ইংল্যান্ড সফর শুরুর আগে কাউন্টি খেলে প্রস্তুতি নিন।
আফগানিস্তানকে তাদের প্রথম টেস্ট বেঙ্গালুরুতে খেলার আমন্ত্রণ জানিয়েছে বোর্ড। আগামী ১৪ জুন থেকে ওই টেস্ট ম্যাচ। বোর্ড আধিকারিকরা মনে করছেন, ওই টেস্টে কোহলির অনুপস্থিতি সফরকারী দলের প্রতি অমর্যাদা প্রদর্শনের সামিল হবে।
এক বোর্ড কর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, 'এ ধরনের পরিস্থিতিতে কোনও অধিনায়ককে কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলার অনুমতি দেওয়া হলে তাতে খুবই খারাপ নজির তৈরি হবে। সফরকারী আফগানিস্তান দলের কাছেও ভুল বার্তা পৌঁছবে। তাদের মনে হতেই পারে যে, তাদের উপযুক্ত প্রতিপক্ষ হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে না। ফলে তা আফগান দলের প্রতি অমর্যাদা প্রদর্শনেরই সামিল হবে। তাছাড়া, সম্প্রচারক সংস্থার প্রতিও অন্যায় করা হবে'।
ওই কর্তা আরও বলেছেন, 'কাউন্টি খেললেও ওই টেস্টের সময় দেশে ফিরে খেলতেই পারেন কোহলি। আর কোহলি যদি কাউন্টি খেলতে এতই আগ্রহী, তাহলে কি তিনি আইপিএলের ম্যাচ না খেলার অনুমতি চেয়েছিলেন?'
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে খেলতে কোহলিকে অনুরোধ জানানোর জন্য সিওএ-র কাছে বোর্ড আধিকারিকদের কোনও বক্তব্য এখনও জমা পড়েনি।
কমিটির সূত্র মারফত্ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ধরনের কোনও আর্জি এখনও আসেনি। আর কমিটিও কোহলিকে এ রকম কোনও অনুরোধ করবে না। ওই সূত্রটি জানিয়েছে, প্লেয়ারদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আগেই পাঠানো হবে। ছয় থেকে সাতজন আগেভাগেই ইংল্যান্ডে যাবেন।
কলকাতায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও সাফিক স্তানিকজাই বলেছেন, ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে আমাদের প্রথম টেস্ট খেলার সুযোগ আমাদের কাছে এতটা স্বপ্ন। সেই স্বপ্ন সফল হতে চলেছে। কোহলি বিশ্ব ক্রিকেটের আইকন। তিনি ভারতীয় দলে না থাকলে আমাদের খেলোয়াড়রা কিছু একটা মিস করবেন।