বেঙ্গালুরু: মদের নেশায় গাড়ি চালানোর মত বিপজ্জনক কাজ খুব কমই আছে। এ নিয়েই একটি ভিডিও টুইট করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাতে তিনি সকলকে অনুরোধ করেছেন, কখনও নেশা করে গাড়ি না চালাতে। নিজেও কখনও ও কাজ না করার অঙ্গীকার নিয়েছেন তিনি।

নেশার ঘোরে গাড়ি চালানোর জেরে হওয়া দুর্ঘটনাগুলি সম্পর্কে বলেছেন বিরাট। পরিসংখ্যান দিয়েছেন, এ দেশে প্রতিদিন ১৯ জন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর শিকার হন। প্রতি বছরে সংখ্যাটা ৬৭০০-রও বেশি।

দেখুন তাঁর টুইট




এমনিতে বিরাট কোহলির নিত্যনতুন গাড়ির প্রতি দারুণ আকর্ষণ। অডি কিউ৭ থেকে অডি আর৮ স্পোর্টসকার- সবই আছে তাঁর গ্যারাজে। এই অডি কিউ৭ গাড়িটি তাঁকে উপহার দেয় জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা অডি, তাদের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে।