এমনিতে বিরাট কোহলির নিত্যনতুন গাড়ির প্রতি দারুণ আকর্ষণ। অডি কিউ৭ থেকে অডি আর৮ স্পোর্টসকার- সবই আছে তাঁর গ্যারাজে। এই অডি কিউ৭ গাড়িটি তাঁকে উপহার দেয় জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা অডি, তাদের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে। নেশা করে কখনও গাড়ি চালাবেন না, টুইট করলেন বিরাট কোহলি, অনুগামীদের অনুরোধ, একই পদক্ষেপ করতে
ABP Ananda, Web Desk | 26 Apr 2018 02:20 PM (IST)
বেঙ্গালুরু: মদের নেশায় গাড়ি চালানোর মত বিপজ্জনক কাজ খুব কমই আছে। এ নিয়েই একটি ভিডিও টুইট করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাতে তিনি সকলকে অনুরোধ করেছেন, কখনও নেশা করে গাড়ি না চালাতে। নিজেও কখনও ও কাজ না করার অঙ্গীকার নিয়েছেন তিনি। নেশার ঘোরে গাড়ি চালানোর জেরে হওয়া দুর্ঘটনাগুলি সম্পর্কে বলেছেন বিরাট। পরিসংখ্যান দিয়েছেন, এ দেশে প্রতিদিন ১৯ জন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর শিকার হন। প্রতি বছরে সংখ্যাটা ৬৭০০-রও বেশি। দেখুন তাঁর টুইট