নয়াদিল্লি: ট্যুইটারে প্রয়াত বাবাকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি।

 

রবিবার ছিল ‘ফাদার্স ডে’। সেই উপলক্ষে কোহলি লেখেন, তাঁর দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ হলেন বাবা। এই দিনটাতে তাঁকে শুভেচ্ছা জানাতে চান। কিন্তু সেটা পারছেন না।

 

সম্প্রতি অসাধারণ ফর্মে আছেন কোহলি। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর তুলনা চলছে। অভিনেত্রী বান্ধবী অনুষ্কা শর্মার সঙ্গে কিছুদিন পরেই বিয়ে হবে বলে জল্পনা শুরু হয়েছে। মুম্বইয়ে ৩৪ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন কোহলি।

 

কিন্তু এসব ছাপিয়ে রবিবার তাঁর মনে ছিলেন শুধুই বাবা। যাঁকে অল্প বয়সেই হারিয়েছেন ভারত অধিনায়ক। সেই কারণে ‘ফাদার্স ডে’-তে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।