নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা সফরে টিম কোহলির ভালো ফলের ব্যাপারে আশাবাদী প্রাক্তন টিম ম্যানেজার লালচাঁদ রাজপুত। প্রতিটি প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়ার যে ক্ষমতা দেখিয়েছে ভারতীয় দল, তারই পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকা সফরে দলের সাফল্যের ব্যাপারে আশাবাদী তিনি।


রাজপুত বলেছেন, ভারতীয় দল এখন দারুন খেলছে এবং তারা খুবই শক্তপোক্ত দল। অধিনায়ক বিরাট কোহলির আক্রমণাত্মক মানসিকতা দলের অন্যান্য খেলোয়াড়দের ওপরও প্রভাব ফেলেছে। তারা যে কোনও মূল্যে জয়ের জন্য মরিয়া। প্রতিপক্ষকে দুরমুশ করার মনোভাব নিয়ে খেলে কোহলি-ব্রিগেড।

ভারত টানা নয়টি টেস্ট ও আটটি একদিনের সিরিজ জিতেছে।

নতুন বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকা সফর ভারতীয় দলের। ৫ জানুয়ারি থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। সিরিজে তিনটি টেস্ট, ছয়টি একদিন ও তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত।

দক্ষিণ আফ্রিকায় ভারত ২-১ টেস্ট সিরিজ জিততে পারে বলেও ভবিষ্যতবাণী করেছেন আফগানিস্তান দলের প্রাক্তন কোচ এবং বর্তমানে অসমের কোচ।

রাজপুত বলেছেন, এই টিমটা সবাইকে অবাক করে দিতে পারে। দক্ষিণ আফ্রিকায় ভারত খুবই ভালো ফল করবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।

তিনি বলেছেন, ভারতের বোলাররা দারুণ কার্যকরী এবং বিপক্ষের ২০ উইকেট তুলে নিতে সক্ষম। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

রাজপুত বলেছেন, টেস্ট জিততে ২০ টা উইকেট নিতে হবে। আমাদের বোলাররা ২০ উইকেট নিতে সক্ষম। ভূবনেশ্বর ফর্মের তুঙ্গে রয়েছে, উমেশও খুব ভালো বোলিং করছে, চোট সারিয়ে মহম্মদ শামিও অসাধারণ বোলিং করছে। উইকেট থেকে সামান্য সাহায্য পেলেই ওই বোলাররা ভয়ঙ্কর হয়ে উঠবে।

ভারতীয় দলে অলরাউন্ডার হিসেবে উঠে এসেছেন হার্দিক পটেল। তাঁকে গেম-চেঞ্চার বলে অভিহিত করেছেন রাজপুত। তাঁর বোলিং দক্ষতা ভারতীয় দলের আক্রমণের ধারভার অনেকটাই বাড়িয়ে তুলবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আজিঙ্কা রাহানের ফর্ম নিয়েও উদ্বেগের কোনও কারণ দেখছেন না রাজপুত। তিনি বলেছেন, ও খুব ভালো প্লেয়ার। রানের কথা ভেবে উইকেটে কিছুটা সময় কাটাতে হবে ওকে। এক ঘন্টা যদি ও উইকেটে থাকে তাহলে স্বাভাবিকভাবেই ওর ফর্ম ফিরে আসবে। প্রথম ম্যাচটা রাহানের পক্ষে গুরুত্বপূর্ণ হবে বলেও মন্তব্য করেছেন রাজপুত।

এর আগে প্রাক্তন কোচ অনিল কুম্বলেও দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দল ইতিহাস গড়বে বলে পূর্বাভাস দিয়েছেন।