জোহানেসবার্গ: ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা জানালেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘বিয়ে করার জন্য বিরাট ও অনুষ্কাকে অভিনন্দন। আমি অবাক হয়েছি। তবে সবসময়ই জানতাম, আমার জন্য বিস্ময় অপেক্ষা করছে। তাই আমার ভাল বন্ধু বিরাট ও অনুষ্কাকে অভিনন্দন। আমি জানি তোমাদের বিবাহিত জীবন খুব সুখের হবে এবং অনেক সন্তান হবে।’
আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরাটের সতীর্থ ডিভিলিয়ার্স। ২০১১ থেকে তাঁরা একসঙ্গে খেলছেন। এই দুই তারকা আরসিবি-কে অনেক ম্যাচ জিতিয়েছেন। মাঠের বাইরেও তাঁরা ভাল বন্ধু। তবে কিছুদিন পরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। তখন একে অপরের মোকাবিলা করবেন বিরাট ও ডিভিলিয়ার্স।
বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা এবি ডিভিলিয়ার্সের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Dec 2017 08:16 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -