হায়দরাবাদ: ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকার মতে, বিরাটের ব্যাটিং ও অধিনায়কত্বের নিজস্ব ধরন আছে। তিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। পাশাপাশি অধিনায়ক হিসেবেও সফল।


হায়দরাবাদে একটি গলফ প্রতিযোগিতায় যোগ দিতে এসেছেন লারা। এখানেই কয়েকদিন পরে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট। স্বভাবতই ক্রিকেট নিয়ে প্রশ্নের জবাব দিতে হয় লারাকে। তিনি বিরাটের প্রশংসা করে বলেছেন, ‘বিরাট কোহলি সমসাময়িক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। ওর ব্যাটিংয়ের নিজস্ব ভঙ্গি আছে। আমি অন্য কারও সঙ্গে ওর তুলনা করতে চাই না। ওর অধিনায়কত্বেরও নিজস্ব ধরন আছে। সেটা অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে।’

সচিন তেন্ডুলকরেরও প্রশংসা করেছেন লারা। তিনি বলেছেন, সচিন নিজের সেরা ফর্মে থাকার সময় অন্য ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা ছিলেন। তিনি অবসর নেওয়ার পর একঝাঁক তরুণ একইভাবে ভাল খেলে চলেছেন।

বাংলাদেশের বোলিং কোচ লারার প্রাক্তন সতীর্থ কোর্টনি ওয়ালশ। তবে আসন্ন টেস্টে ভারতকেই এগিয়ে রাখছেন লারা।