আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন ডিভিলিয়ার্স। এই দলের অধিনায়ক কোহলি। পিটারসেনের ইন্টারভিউতে কোহলি বলেছেন, রান নিতে দ্রুত দৌড়ন, এমন ব্যাটসম্যানদের সঙ্গে ব্যাট করতে তাঁর খুব ভালো লাগে। এজন্য ভারতীয় দলে যখন ধোনির সঙ্গে এবং আইপিএলে যখন আরসিবি-র হয়ে ডিভিলিয়ার্সের সঙ্গে খেলেন, তখন তাঁদের কথাও বলতে হয় না।
বিশ্বে ফিল্ডিংয়ে ভারতীয় দলই সেরা বলে মন্তব্য করেছেন কোহলি। এই কালচার দলে কীভাবে গড়ে উঠল, তাও জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। তিনি বলেছেন, এই পরিবর্তনের কেন্দ্র হয়ে ওঠাটা তাঁর কাছে খুবই সৌভাগ্যের ব্যাপার। কোহলি বলেছেন, আমাদের খামতি কোথায় ও বিশ্বের অন্যান্য দল কী করছে, তা দেখে বুঝতে পারলাম, কী করতে হবে আমাদের। এই খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি।
করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে অনুরাগীদের কাছে আর্জি জানিয়েছেন কোহলি। এজন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তাও শেয়ার করেছেন। এছাড়াও করোনা মোকাবিলায় আর্থিক অনুদানের অঙ্গীকারের কথাও জানিয়েছেন কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা।