লন্ডন: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ট্যুইটারে একটি ছবি পোস্ট করে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে সম্মান জানিয়েছে আইসিসি। সেই ছবিতে দেখা যাচ্ছে, রাজার মতো মুকুট পরে সিংহাসনে বসে আছেন এক ব্যক্তি। তাঁর হাতে ব্যাট ও বল। কিন্তু এই ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি বিরাট না লোকেশ রাহুল, সেটা স্পষ্ট নয়। ফলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই আইসিসি-র পক্ষ থেকে পোস্ট করা ছবির মান উন্নত করতে বলেছেন। আইসিসি ভারতীয় দলের অধিনায়ককে এভাবে সম্মান জানানোয় পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা আবার ক্ষুব্ধ। তাঁদের দাবি, বিসিসিআই-এর প্রতি পক্ষপাতিত্ব করছে আইসিসি। ভারতের ক্রিকেটপ্রেমীরা পাকিস্তানিদের এই আক্রমণের জবাব দিয়েছেন।