দুবাই: ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিকে বর্তমানে দেশের এক নম্বর ব্যাটসম্যান বলে উল্লেখ করে তাঁর ব্যাটিং টেকনিকের প্রশংসা করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি বলেছেন, সোজা ব্যাটে খেলা এবং টেকনিকের সঙ্গে আপস না করে ক্রিকেটের তিন ফরম্যাটেই একইভাবে খেলার জন্যই সাফল্য পাচ্ছে বিরাট।
সংযুক্ত আরব আমিরশাহির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সচিন বলেছেন, বিরাট সবসময় সোজা ব্যাটে খেলে এবং ভাল শট খেলে রান করে। ও বিশেষ প্রতিভার অধিকারী। নিজের খেলা উন্নত করার জন্য পরিশ্রম করে বিরাট। ওর শৃঙ্খলা এবং দায়বদ্ধতা অনুকরণযোগ্য। তাছাড়া ওর মানসিকতা খুব দৃঢ়। চাপের মুহূর্তে ও ভাল খেলে।
বিরাটের পাশাপাশি আইপিএল-এরও প্রশংসা করেছেন সচিন। তাঁর মতে, এই প্রতিযোগিতায় খেলার মান বাড়ছে। গত দু বারই দেখা গিয়েছে লিগের শেষ ম্যাচে ঠিক হয়েছে কোন দল প্লে অফে মুখোমুখি হবে। এটা প্রতিযোগিতার পক্ষে খুব ভাল। এর ফলে শেষপর্যন্ত আকর্ষণ বজায় থাকে।
টেস্ট ক্রিকেটে বোলারদের অনুকূল উইকেট চাইছেন সচিন। তাঁর মতে, ক্রিকেটের অন্য দুই ফরম্যাটে ব্যাটসম্যানরা সুবিধা পান। তাই টেস্টে বোলারদের সুবিধা দেওয়া উচিত।
সোজা ব্যাটে খেলে, তাই সফল বিরাট: সচিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2016 12:08 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -