নয়াদিল্লি: বিরাট কোহলির জীবনে তাঁর কোচ রাজকুমার শর্মার অবদানের কথা ক্রিকেট দুনিয়ায় অজানা নয়। শিক্ষাগুরুর পরিশ্রমের মর্যাদাও দিয়েছেন শিষ্য। দুবছর আগে শিক্ষক দিবসে অসাধারণ এক উপহার দিয়েছেন বিরাট। সেখানেও বিরাটের 'বিরাট' হৃদয়ের পরিচয় মিলেছে। চমৎকার এই খবর প্রকাশিত হয়েছে প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক বিজয় লোকপাল্লির লেখা 'ড্রাইভেন' নামে একটি বইয়ে।
২০১৪-এ শিক্ষক দিবসের দিনটি রাজকুমার কোনওদিনই ভুলতে পারবেন না। ওই বইটিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ কুমার জানিয়েছেন, বাড়িতে বেলের আওয়াজ শুনে তিনি দরজা খুলে দেখেন, বিরাটের দাদা বিকাশ এসেছেন। এত সকালে বিকাশ আসায় তিনি বেশ ঘাবড়ে যান। বিকাশ বাড়ির ভিতর ঢোকেন। এরপর নিজের সেলফোন থেকে একটি নম্বরে ফোন করে রাজকুমারকে ধরিয়ে দেন। ফোনের ওপ্রান্তে থেকে ভেসে আসে 'হ্যাপি টিচারস্ ডে স্যার'। গলাটি তাঁর ভীষণই চেনা। বুঝতে অসুবিধা হয় না, প্রিয় ছাত্র বিরাট ফোন করেছেন। এরপর রাজকুমারের মুঠোয় একগোছা চাবি ধরিয়ে দেন বিকাশ। কী ঘটছে কিছুই বুঝতে পারেন না তিনি। এরপর বিকাশ তাঁকে বাড়ির বাইরে আসতে অনুরোধ করেন। এসে দেখেন বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে বহুমূল্য একটি গাড়ি। শিক্ষকদিবসে বিরাটের 'বিরাট' উপহার।
রাজকুমার বলেন, বিষয়টি গাড়ি-উপহার বলে নয়, আমার সঙ্গে তাঁর যে সম্পর্ক, সে যে আমায় মনে রেখেছে, তাঁর জীবনে আমার যে অস্তিস্ব, তাকে স্বীকৃতি জানিয়েছে, এতে আমি অভিভূত। আবেগঘন মুহূর্তটি তিনি বেশ উপভোগ করেছেন।
শিক্ষক দিবসে কোহলির 'বিরাট' উপহার, অভিভূত গুরু
Web Desk, ABP Ananda
Updated at:
18 Oct 2016 03:09 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -