নয়াদিল্লি: সব ফর্ম্যাটেই ভারতের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর এবার দলকে নিজের মতো করে গুছিয়ে নিতে চাইছেন বিরাট কোহলি। ২০১৯ বিশ্বকাপই তাঁর লক্ষ্য। তরুণ খেলোয়াড়দের বিভিন্ন পজিশনে ব্যবহার করে দলের কম্বিনেশন ঠিক করে নিতে চাইছেন বিরাট।


বিসিসিআই-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট বলেছেন, ‘সব বাচ্চাই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে। আমিও দেখতাম। খেলোয়াড় হিসেবে দলে সুযোগ পাওয়ার পর এবার সব ফর্ম্যাটেই অধিনায়ক হওয়া আমার জীবনের সেরা দিন।’

অধিনায়কের দায়িত্ব তাঁর উপর বাড়তি চাপ তৈরি করবে না বলেই মনে করছেন ভারতের নতুন অধিনায়ক। তাঁর মতে, আইপিএল-এ অধিনায়ক হওয়ার পর তিনি বাড়তি দায়িত্ব নিয়ে খেলার বিষয়টি বুঝতে পেরেছেন। ফলে সমস্যা হবে না।

সদ্য প্রাক্তন অধিনায়ক হয়ে যাওয়া মহেন্দ্র সিংহ ধোনিকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে পাঠাতে চাইছেন বিরাট। তিনি চাইছেন, ধোনি এখন ক্রিকেট পুরোপুরি উপভোগ করুন। তিনি যদি খেলা উপভোগ করেন, তাহলে দলের উপকার হবে।