নয়াদিল্লি: প্রত্যাশামতোই ভারতীয় দলের পরবর্তী কোচ হওয়ার আবেদন জানালেন বীরেন্দ্র সহবাগ। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি, ইংল্যান্ডের রিচার্ড পাইবাস, আফগানিস্তানের কোচ লালচাঁদ রাজপুত, ভারতের প্রাক্তন পেসার ডোডা গণেশরাও আবেদন জানিয়েছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই অনিল কুম্বলের সঙ্গে বিসিসিআই-এর চুক্তি শেষ হচ্ছে। সাফল্য পাওয়া সত্ত্বেও কুম্বলের সঙ্গে চুক্তি না বাড়িয়ে নতুন কোচের জন্য আবেদন পত্র চেয়ে বিজ্ঞাপন দেয় বিসিসিআই। এরপরেই শোনা যায়, বোর্ডের এক শীর্ষকর্তা সহবাগকে কোচ হওয়ার জন্য আবেদন করতে বলেন। সেই কারণেই সেভাবে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আবেদন করেছেন সহবাগ। তিনি কুম্বলের স্থলাভিষিক্ত হতে পারেন বলে ক্রিকেট মহলে খবর।

চ্যাম্পিয়ন্স ট্রফির পরে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে একদিনের ও টি-২০ সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। তার আগেই পরবর্তী কোচ বেছে নেবে বিসিসিআই। সহবাগ এবারের আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টর ছিলেন। এছাড়া তাঁর কোচিংয়ের অভিজ্ঞতা নেই। তবে ক্রিকেটার হিসেবে সহবাগের রেকর্ড অসাধারণ। ভারতের হয়ে টেস্টে দু বার ট্রিপল সেঞ্চুরি করা ছাড়াও একদিনের ম্যাচে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে এই বিস্ফোরক ব্যাটসম্যানের। তিনি কোচ হলে ভারতীয় দল উপকৃত হতে পারে।