নয়াদিল্লি: রবিবার ছিল ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাওস্করের জন্মদিন। তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে বলিউডের অন্যতম বিখ্যাত ছবি ‘শোলে’-র সঙ্গে তুলনা করলেন বীরেন্দ্র সহবাগ।



 

 

ট্যুইটারে সহবাগ লিখেছেন, ‘হেলমেট ছাড়াই গাওস্কর যা করেছেন তা এই সময় সব সরঞ্জাম নিয়েও করে দেখানো কঠিন। যদি ক্রিকেট একটি সিনেম হয়, তাহলে গাওস্কর হলেন শোলে।’


 

গাওস্করকে শ্রদ্ধা জানিয়ে‘নজফগড়ের নবাব’ সহবাগ আরও বলেছেন, টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করেছিলেন ভারতীয় ক্রিকেটের ‘লিটল মাস্টার’। তিনিই প্রথম ৩০টিরও বেশি শতরান করেন। নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন গাওস্কর।

 

টেস্টে সবচেয়ে বেশি রান এবং শতরানের রেকর্ড আর অক্ষত নেই। তবে গাওস্করের কয়েকটি রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেননি। অভিষেক টেস্ট সিরিজে তিনি যত রান করেছিলেন, তার সমান বা বেশি রান এখনও পর্যন্ত কোনও ব্যাটসম্যানই করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট শতরান গাওস্করেরই। তিনিই একমাত্র ব্যাটসম্যান হিসেবে দু বার একই টেস্টে শতরান ও দ্বিশতরান করেন।

 

১৯৭১ সালে অভিষেক হওয়ার পর ১৯৮৭ পর্যন্ত ভারতের হয়ে খেলেন গাওস্কর। ১২৫ টেস্টে ৫১.১২ গড়ে তাঁর রান ১০,১২২। একদিনের আন্তর্জাতিক ম্যাচে অবশ্য তাঁর রেকর্ড ততটা উজ্জ্বল নয়। ১০৮টি ম্যাচ খেলে ৩৫.১৩ গড়ে ৩,০৯২ রান করেন এই ওপেনার। শতরান মাত্র একটি। জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইটারে ‘রক অফ জিব্রাল্টার’ বলে উল্লেখ করেছে বিসিসিআই।