নয়াদিল্লি: বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে দেশে স্বাগত জানিয়ে ট্যুইট করলেন ভারতীয় দলের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগ। তাঁর ট্যুইট, ‘তোমাকে ফেরাতে পেরে আমরা গর্বিত। তোমার দক্ষতা, ক্ষমতা ও সাহসিকতার জন্য কুর্নিশ জানাই। তোমাকে দেশে স্বাগত জানাই অভিনন্দন। তোমার জন্য আমরা গর্বিত’।
তাঁর এই পোস্টের সঙ্গে অভিনন্দনের একটি স্কেচও শেয়ার করলেন সহবাগ। এতে লেখা অভিনন্দনের একটি উদ্ধৃতি, যা তিনি পাকিস্তানের কব্জায় আসার পর বলেছিলেন। স্কেচে লেখা,এটা আমার আপনাদের বলার কথা নয়, উইং কমান্ডার অভিনন্দন, জয় হিন্দ।



উল্লেখ্য, গতকাল পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, আজ উইং কমান্ডারকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। সেই মতো আজই দেশে ফিরছেন অভিনন্দন।