মুম্বই: ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আপাতত বিশ্রামে রয়েছেন বলে আগেই জানিয়েছিল বিসিসিআই। এবার রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে এশিয়া কাপের (Asia Cup 2022) জন্য ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের নামও ঘোষণা করে দিল বিসিসিআই। ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) অন্তর্বর্তীকালীন কোচ ঘোষণা করা হয়েছে। 


আজ, বুধবারই (২৪ অগাস্ট) বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে লক্ষ্মণের নাম ঘোষণা করা হয়। বিসিসিআই বিবৃতিতে জানায়, 'এনসিএ প্রধাণ ভিভিএস লক্ষ্মণ আমিরশাহিরতে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপ ২০২২-এ ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন। লক্ষ্মণ জিম্বাবোয়েতে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন। আমিরশাহিতে দল উড়ে যাওয়ার পূর্বে রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হওয়ায়, তিনিই (লক্ষ্মণ) আপাতত এশিয়া কাপে ভারতীয় দলের প্রস্তুতি দেখবেন। দ্রাবিড় করোনা নেগেটিভ হয়ে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের ছাড়পত্র পাওয়ার পরেই দলের সঙ্গে যোগ দেবেন।'


 






বিসিসিআইয়ের তরফে আরও জানানো হয় যে লক্ষ্মণ ইতিমধ্যেই দুবাইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। লক্ষ্মণের পাশাপাশি জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে থাকা বাকি তারকারাও দুবাই পৌঁছে গিয়েছেন। খেলোয়াড়দের সেই তালিকায় রয়েছেন দলের সহ-অধিনায়ক কেএল রাহুল, দীপক হুডা এবং আবেশ খান। এই তিনজন সরাসরি হারারে থেকে লক্ষ্মণের সঙ্গেই দুবাইয়ে পৌঁছেছেন।


দ্রাবিড়ের করোনা নিয়ে বিসিসিআইয়ের বিবৃতি


ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হয়েছেন। বিসিসিআইয়ের তরফে মঙ্গলবার (২৩ অগাস্ট) রাহুল দ্রাবিড়ের করোনা আক্রান্ত হওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে সফর করার আগে করোনা পরীক্ষার সময়ই দ্রাবিড়ের রিপোর্ট পজিটিভ আসে এবং তাঁর করোনার হালকা উপসর্গও আছে। করোনা সারিয়েই দ্রাবিড় দলের সঙ্গে আমিরশাহিতে যোগ দেবেন। রবিবার (২৮ অগাস্ট) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে প্রথম ম্যাচে নামবে ভারত। তার আগে অবশ্য কোচ দ্রাবিড়ের দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই ধরে নেওয়া যায়। 


আরও পড়ুন: ছন্দে ফিরলেই ভয়ঙ্কর হয়ে উঠবেন? কী বললেন কোহলি?