নয়াদিল্লি: আজ ৪৩ বছরে পা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। ধ্রুপদি ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন লক্ষ্মণ। ব্যাটিংয়ের সময় তাঁর কব্জির ব্যবহার ছিল দৃষ্টিনন্দন। অসামান্য সব শট খেলার জন্য ক্রিকেট জগত মুগ্ধ ছিল তাঁর ব্যাটিংয়ে। ক্রিকেট মহলে ভেরি ভেরি স্পেশ্যাল হিসেবে পরিচিত লক্ষ্মণের জন্মদিনে নিজস্ব ভঙ্গিতে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সহবাগ।
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার সহবাগ সহ খেলোয়াড় ও অন্যান্যদের জন্মদিনের শুভেচ্ছা জানানোর একটা বিশেষ ধারা তৈরি করে ফেলেছেন। ট্যুইটারে নজরকাড়া শুভেচ্ছা বার্তার জন্য নজর কেড়েছেন তিনি। লক্ষ্ণণকে সেই একই কায়দায় শুভেচ্ছা জানালেন তিনি।
তাঁর ট্যুইট, ‘কব্জির যাদুগর ও ভারতশ্রী লক্ষ্মণকে জন্মদিনের শুভেচ্ছা। কব্জির মোচড়ে যে কোনও পরিস্থিতিকে শান্ত করে দিতে পারেন। চিটিয়া কলাইয়া’।
প্রাক্তন সহ খেলোয়াড়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর ও অনিল কুম্বলেও।
সচিনের ট্যুইটও কম মজাদার নয়। তিনি লিখেছেন, ‘লক্স, শুভ জন্মদিন! তোমার রান করার দক্ষতার পিছনের রহস্যটা আমি জানাবো? ব্যাট করতে নামার আগে স্নান সেরে একটা আপেল খেয়ে নেওয়া’।
উল্লেখ্য, গতকাল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের গেট সহবাগের নামাঙ্কিত হয়েছে।
এ ব্যাপারে দারুন একটা ট্যুইট করেছেন লক্ষ্মণ। তিনি লিখেছেন, ‘ভারতের ইতিহাস স্মরণে দিল্লিতে রয়েছে ইন্ডিয়া গেট। আর এখন ক্রিকেটের এক কিংবদন্তীকে স্মরণ করতে বীরেন্দ্র সহবাগ গেট। বীরুর জন্য এটা উপযুক্ত’।