ঢাকা: বাংলাদেশের বোলিং কোচ নিযুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক কোর্টনি ওয়ালশ। তিনি জিম্বাবোয়ের প্রাক্তন পেসার হিথ স্ট্রিকের স্থলাভিষিক্ত হলেন। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত মুস্তাফিজুর রহমানদের বোলিংয়ের বিভিন্ন কৌশল শেখাবেন ওয়ালশ।

 

২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়ালশ। সেই সময় তিনি কপিলদেবকে টপকে টেস্টে সবচেয়ে বেশি উইকট নেওয়া বোলার ছিলেন। অবসর নেওয়ার পর এই প্রথম কোচ হিসেবে বড় দায়িত্ব পেলেন ওয়ালশ। তিনি বলেছেন, ‘গত কয়েক বছর ধরে বাংলাদেশের খেলা দেখছি। এই দলে প্রতিভাবান খেলোয়াড়দের অভাব নেই। বাংলাদেশের প্রধান কোচ হিসেবে চণ্ডিকা হাথুরাসিংঘে ভাল কাজ করছেন। আমি তাঁর কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’

 

এর আগে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়েছিলেন ওয়ালশ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জামাইকা তালাওয়াসের বোলিং পরামর্শদাতাও হয়েছিলেন তিনি। কয়েকদিনের মধ্যেই ঢাকায় পৌঁছে যাচ্ছেন এই প্রাক্তন পেসার। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজেই তিনি প্রথম বাংলাদেশের বোলারদের কোচিং করাবেন।