ব্রিসবেন: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা পরাজয় দিয়েই শুরু করেছিল। তবে টুর্নামেন্ট এগোতেই ছন্দে দ্বীপরাষ্ট্র। নাগাড়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হওয়ার দৌড়ে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে ফের একবার বল হাতে জ্বলে উঠলেন লঙ্কার তারকা লেগ স্পিনার। হাসারাঙ্গার বোলিং এবং ধনঞ্জয় ডি সিলভার (Dhananjaya de Silva) ব্যাটিংয়ে ভর করেই আফগানিস্তানকে হারাল শ্রীলঙ্কা (AFG vs SL)। 


অনবদ্য হাসারাঙ্গা


এদিন ব্রিসবেনের গাব্বায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মহম্মদ নবি। রহমানউল্লাহ গুরবাজ ও উসমান ঘানি আফগানদের হয়ে শুরুটা খারাপ করেননি। ৪২ রান যোগ করেন দুই আফগান ওপেনার। গুরবাজ ২৮ ও ঘানি ব্যক্তিগত ২৭ রান করেন। ইব্রাহিম জাদরান ২২ রান করেন। তবে কেউই বড় রান করতে পারেননি। আফগান মিডল অর্ডারও ব্যর্থ। অধিনায়ক মহম্মদ নবি ১৩ রানেই সাজঘরে ফেরেন। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৪৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। হাসারাঙ্গা বল হাতে নির্ধারিত চার ওভারে ১৩ রানে তিন উইকেট নেন। লাহিরু কুমারা ৩০ রানের বিনিময়ে দুই উইকেট নেন।


ধনঞ্জয়ের দুরন্ত ইনিংস


বল হাতে আফগানিস্তানও শুরুটা খারাপ করেনি। ১২ রানের মাথায় পাথুম নিসঙ্কাকে (১০) ফেরান মুজিব উর রহমান। ইনফর্ম কুশল মেন্ডিসও ১০০-র কম স্ট্রাইক রেট নিয়ে ২৫ রান করেন। চাপের মুখে শ্রীলঙ্কার হাল ধরেন ধনঞ্জয়। ৪২ বলে ৬৬ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন তিনি। চরিথ আসালঙ্কা ও ভানুকা রাজাপক্ষ ধনঞ্জয়কে সঙ্গ দেন। তাঁরা যথাক্রমে ১৯ ও ১৮ রান করেন। ফলে নয় বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ধনঞ্জয়।


 






আফগানিস্তানের দুই তারকা স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান উভয়েই দুইটি করে উইকেট নেন বটে, তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই পরাজয়ের ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে গেল আফগানিস্তান। জিতে সেমিফাইনালে পৌঁছনোর আশা বজায় রাখল শ্রীলঙ্কা। ম্যাচে তিন উইকেট নেওয়ার জন্য হাসারাঙ্গাকেই ম্য়াচ সেরা ঘোষণা করা হয়।


আরও পড়ুন: ভারত-বাংলাদেশ ম্য়াচে বৃষ্টির চোখরাঙানি, ভেস্তে যাবে ম্যাচ?