মুম্বই: ওয়াংখেড়েতে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টের পিচে প্রথম দিন থেকেই সাহায্য পাবেন না স্পিনাররা। তৃতীয় দিন থেকে বল ঘুরবে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে এমনই জানা গিয়েছে। ওয়াংখেড়ের এক মাঠকর্মী বলেছেন, উইকেট এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে প্রথম দু দিন ব্যাটসম্যান ও পেসাররা কিছুটা সাহায্য পান। তৃতীয় দিন থেকে স্পিনাররা সাহায্য পেতে পারেন।

রাজকোটে সিরিজের প্রথম টেস্ট ড্র হলেও, বিশাখাপত্তনম এবং মোহালিতে জয় পেয়েছে ভারত। ওয়াংখেড়েতে ম্যাচ ড্র করতে পারলেই সিরিজ জয় করবেন বিরাট কোহলিরা। তবে ওই মাঠকর্মী বলেছেন, ভারতীয় দল ওয়াংখেড়ের পিচ থেকে বাড়তি সুবিধা পাবে না। রঞ্জি ট্রফির ম্যাচ চলায় তাঁরা পিচ তৈরির জন্য মাত্র ২০ দিন সময় পেয়েছেন। পিচে জল দেওয়া হচ্ছে। শিশিরের কথাও মাথায় রাখতে হচ্ছে। ভাল পিচই হচ্ছে। অল্প বাউন্স থাকতে পারে এই পিচে।

২০০৬ ও ২০১২ সালের ভারত সফরে ওয়াংখেড়ে টেস্টে জয় পেয়েছিল ইংল্যান্ড। তা সত্ত্বেও এবার পিচ নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে কোনও বার্তা আসেনি বলেই এমসিএ সূত্রে জানা গিয়েছে। ভারতের ক্রিকেটপ্রেমীদের আশা, এবার ওয়াংখেড়ে টেস্টে জিতে সিরিজ জয় করবে ভারত।