লাহোর: তাঁর সঙ্গে বিরাট কোহলির না কোনও সাদৃশ্য রয়েছে, না কোনও তুলনা হতে পারে। কিন্তু, পাকিস্তানের উঠতি প্রতিভাবান ব্যাটসম্যান বাবর আজম ভবিষ্যতে ভারতীয় অধিনায়কের মতোই সফল ক্রিকেটার হতে চান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজে পাক দলে সুযোগ পেয়েছেন বাবর। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই তরুণ জানান, কোহলি যে কৃতিত্ব অর্জন করেছেন, তেমনই সফল হওয়া তাঁর স্বপ্ন। তিনি বলেন, আমি কোহলির মতো খেলি না। আমাদের স্টাইল ভিন্ন। কিন্তু আমিও তাঁর মতো সফল পারফরমার হতে চাই। তিনি যোগ করেন, দলের ভাল পারফরম্যান্সে আমি অবদান রাখতে চাই। যখন প্রয়োজন, তখন আমি সবচেয়ে বেশি রান করতে চাই। তিনি স্বীকার করেন, অনেকটা পথ তাঁকে চলতে হবে। তবে আত্মবিশ্বাসী বাবর এ-ও জানান, তিনি তাঁর দিক ও লক্ষ্য সম্পর্কে অবগত। এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে চারটি টেস্ট খেলেছেন এই ২২ বছরের ব্যাটসম্যান। পাশাপাশি, জাতীয় দলের হয়ে চারটি টি-২০ ও ২৩টি একদিনের ম্যাচেও দেখা গিয়েছে তাঁকে। টি-২০ তে বাবরের গড় ১১৬। একদিনের ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৫৩। ইতিমধ্যেই চারটি শতরান করেছেন তিনি। বাবর জানান, দলের সিনিয়র ক্রিকেটার যেমন মিসবা-উল-হক ও ইউনিস খান যখন অবসর নেবেন, তখন তিনি দলে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে চান। সম্প্রতি, পাকিস্তানের হেড কোচ মিকি আর্থার বাবরের তুলনা কোহলির সঙ্গে করেন। এরপরই, এই ব্যাটসম্যানকে ঘিরে প্রত্যাশার পারদও চড়ে গিয়েছে।