নয়াদিল্লি: চলতি সময়ের বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। তাঁর ব্যাটিং বিপক্ষ বোলারদের ত্রাসের কারণ। তাই যে কোনও দলেরই বোলারেরই লক্ষ্য তাঁর টেকনিকের রক্ষণ ভেঙে তাঁকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরত পাঠানো।যদিও পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াকার ইউনিস মনে করেন, কোহলির টেকনিকে এখনও অনেক খামতি রয়েছে।
ওয়াকার মনে করেন, কোনও বোলার চাইলেন বিশেষ রণকৌশল অনুসরণ করে কোহলিকে আউট করতে পারেন। তিনি মনে করেন, অফ স্ট্যাম্পের বাইরের বলে ব্যাট বাড়িয়ে দেওয়ার প্রবণতা এখনও কোহলির মধ্যে রয়েছে। এটাকে কাজে লাগিয়েই বিপক্ষের বোলাররা কোহলিকে আউট করতে পারেন বলে মন্তব্য ওয়াকারের।
আউটসুইং বোলারকে, যেমনটা আমি আমার কেরিয়ারে ছিলাম, গুড লেংথে বল ফেলে অফস্টাম্পের বাইরেই বল কোহলিকে খেলতে বাধ্য করতে হবে। এমনিতে, এ ধরনের বল খেলতে ব্যাটসম্যানরা বাধ্য হয় এবং ব্যাটের কানায় লাগার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে কোহলিকে অফস্ট্যাম্পের বাইরের বলে শট খেলার চেষ্টা করতে দেখা যায়নি। এবার ইংল্যান্ডে তাঁর সাফল্যের কারণও এটি।
একইসঙ্গে ওয়াকার বলেছেন, একবার ক্রিজে জমে গেলে কোহলিকে আউট করা মুশকিল। কোহলিকে একজন দুর্দান্ত ব্যাটসম্যান হিসেবেও মন্তব্য করেছেন ওয়াকার।
কোহলিকে আউটের ফর্মুলা ওয়াকার ইউনিসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Oct 2018 07:58 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -