বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হার ভারতের
Web Desk, ABP Ananda | 25 May 2019 11:00 PM (IST)
রবীন্দ্র জাডেজা (৫৪) অর্ধশতরান করেন।
লন্ডন: বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে গেল ভারতীয় দল। ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হল বিরাট কোহলিদের। এই ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ লোকেশ রাহুল (৬)। ফলে বিশ্বকাপের আগে ব্যাটিং অর্ডার নিয়ে ভারতীয় দলের চিন্তা রয়েই গেল। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট। শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারতীয় দল। রান পাননি দুই ওপেনার রোহিত শর্মা (২) ও শিখর ধবন (২)। বিরাট করেন ১৮ রান। হার্দিক পাণ্ড্য করেন ৩০ রান। দুই উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনি (১৭) ও দীনেশ কার্তিকও (৪) রান পাননি। শুধু রবীন্দ্র জাডেজা (৫৪) অর্ধশতরান করেন। ১০ নম্বরে নামা কুলদীপ যাদব ১৯ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন। জেমস নিশম ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ভারতীয় দল ৩৯.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে শুরুতেই কলিন মুনরোর (৪) উইকেট হারালেও, শেষপর্যন্ত সহজেই জয় পায় নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন (৬৭) ও রস টেলর (৭১) বড় রান করেন।